শুভ মহাষ্টমী। সকাল থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে অঞ্জলীর ধুম। আজ তো কাছের মানুষের পাঞ্জাবির সঙ্গে নতুন শাড়ি ম্যাচিং করে পরার দিন। সেলেব থেকে সাধারণ মানুষ সকলেই যেন এই দিনটার জন্যই অপেক্ষা করেছিলেন। সকাল হতেই ইনস্টাগ্রাম ফেসবুকে যেন নতুন জামার গন্ধে মম করছে। অষ্টমীর সকালে একেবারে পাঞ্জাবিতে হাজির হলেন টলিউডের বুম্বাদা।
Durga Puja 2023 : দাদু রঞ্জিত মল্লিকের সঙ্গে কাঁসর বাজাল কবীর, সপ্তমীতে ছিমছাম সাজ কোয়েলের
সাদা পাঞ্জাবি পাজামায় চোখে এঁটেছেন নীল রোদ চশমা। বুকের কাছে ঠাসা জামদানি কাজ। বাঁ হাতে ডিজিটাল ওয়াচ আর ডান এক গোছা ব্যান্ড। এই সাজেই অষ্টমীর সকালে ধরা দিলেন বাংলার ‘প্রবীর রায়চৌধুরী’ , এই পুজোতেই রিলিজ হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-এর দশম অবতার। রমরমিয়ে চলছে সেই ছবি। এবার অষ্টমীতে একেবারে বাঙালি সাজে ধরা দিয়েছেন প্রবীর রায়চৌধুরী।