চলতি বছরের মে মাসে মা-হারা হয়েছেন অভিনেতা রাজদীপ গুপ্ত। ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৫৬ বছর বয়েসে রাজদীপকে ছেড়ে চলে যান তিনি। মায়ের মৃত্যুতে বেজায় ভেঙে পড়েছিলেন অভিনেতা। মা-ই ছিল তাঁর একমাত্র বন্ধু, দার্শনিক, কাছের মানুষ। মাকে হারিয়ে কার্যত একা হয়ে গিয়েছিলেন তিনি। ২৯ নভেম্বর অভিনেতার মায়ের জন্মদিন।
Kolkata Traffic Update: শহরের ঠাসা রাজনৈতিক কর্মসূচি, কোন পথে গাড়ি ঘোরালে পড়তে হবে না জ্যামে
মায়ের সঙ্গে ছবি শেয়ার করে রাজদীপ লিখেছেন, “জীবন এটা ঠিক করেনি। তোমাকে আমার থেকে কেড়ে অনেক আগেই কিন্তু আমি সারাজীবনই তোমার ছোট্ট ছেলেটাই থাকব। তোমার জীবনের আলো হয়েই থাকব । এখন তারাদের দিকে তাকিয়ে বুঝি তুমি উপর থেকে আলো দিচ্ছ, আমার দিকে তাকিয়ে আছ, আমার চিরসখার জন্মদিন '