ক্ষমা পরমধর্ম নয়। কথা মতো পুজোর আগেই চমক দিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। তাঁদের ছবি রক্তবীজ পুজোয় মুক্তি পেতে চলেছে প্যান ইন্ডিয়ায়। এবার প্রকাশ্যে এল ছবির টিজার। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির চরিত্রে দেখা যাবে তাঁকে। এছাড়াও রয়েছেন মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়। টানটান টিজার ছবি নিয়ে কৌতূহল আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে দর্শকদের।
Yuvraj Singh: ছবি শেয়ার করে খুশির খবর দিলেন যুবরাজ, কী নাম রাখলেন কন্যাসন্তানের!
সিনেমার গল্প
২০১৪ সালে ২ অক্টোবর মহাষ্টমীর দিন বর্ধমানের খাগড়াগড়ে একটা বিস্ফোরণ ঘটেছিল । ঘটনায় মৃত্যু হয়েছিল দু’জনের। তদন্তে জানা গিয়েছিল, এই বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের এক জঙ্গিগোষ্ঠীর যোগ রয়েছে। শিবপ্রসাদ জানিয়েছিলেন, ওইদিন কী ঘটেছিল, সেটা সবাই জানে । কিন্তু, কেন ঘটেছিল সেটা নিয়ে অনেক থিয়োরির মধ্যে একটি থিয়োরি নিয়ে তাঁদের সিনেমা 'রক্তবীজ' ।
এই প্রথম নন্দিতা-শিবপ্রসাদ জুটির কোনও ছবি পুজোয় মুক্তি পাচ্ছে । কেন এমন সিদ্ধান্ত? শিবপ্রসাদ বলেন, “পুজোর সময়কালেই ‘রক্তবীজ’ ছবির গল্প সাজানো। তাই আমি আর নন্দিতাদি ঠিক করি দুর্গাপুজোতেই এ ছবি মুক্তি পাবে। "