ধারাবাহিকে অভিনয়ের মধ্যে দিয়েই কেরিয়ার শুরু রণজয় বিষ্ণুর (Ranojoy Bishnu) । এরপর আসে বড় পর্দায় সুযোগ । বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন । সম্প্রতি, মুক্তি পেয়েছে তাঁর 'জালবন্দী' সিনেমা । এবার আরও এক ধাপ এগোলেন অভিনেতা । বলিউড (Bollywood) দুনিয়ায় পা রাখলেন রণজয় । তাঁর প্রথম ছবি খুব শীঘ্রই বলিউডে মুক্তি পেতে চলেছে । ছবির নাম 'বিধান' (Vidhaan)। এখানে সমকামী চরিত্রে (Ranojoy Bishnu to play gay character )অভিনয় করছেন তিনি ।
সমকামী চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা কেমন ছিল ? সম্প্রতি, এক সংবাদমাধ্যমকে রণজয় জানিয়েছেন,এই চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজের দৃষ্টিভঙ্গি বদলে ফেলতে হয়েছিল রণজয়কে । তাঁর চরিত্র প্রণয়, পুরুষদের প্রতি আকৃষ্ট । সিনেমা করার সময় পুরোপুরি প্রণয়ের মধ্যে ঢুকে যেতে হয়েছে তাঁকে । সমকামী পুরুষদের লড়াইয়ের ভিতরে প্রবেশ করতে হয়েছে । নিজের ধারণাকে পুরোপুরি বদলে ফেলতে হয়েছে । প্রায় দেড় মাস ধরে অভিনয়ের জন্য ওয়ার্কশপ করেন তিনি । শুধু তাই নয়, এই চরিত্রে অভিনয়ের জন্য ওজন বাড়াতে হয়েছিল তাঁকে । রণজয় জানান, সেইসময় তিনবেলা ভাত খেতেন, প্রচুর ফুচকাও খেতেন ।
আরও পড়ুন, New Bengali Movie : পরিচালক বাবা, নায়ক ছেলে, ২৬ অগাস্ট মুক্তি পাচ্ছে 'লক্ষ্মী ছেলে'
রণজয়ের কথায়, ''আমাদের সমাজের ধারণা, সমকামী পুরুষ মানেই সে নিশ্চয়ই 'মেয়েলি'। কিন্তু তা তো নয়। কেবল তাঁর যৌন চাহিদাটাই এখানে আসল । স্বভাব, হাবভাব নয়। সেই ভাবেই আমার চরিত্রটিকে সাজানো হয়েছে ।"
রণজয়ের বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে । তার মধ্যে উল্লেখযোগ্য হল 'সীমান্ত’, ‘তরঙ্গ’, ‘বনবিবি’, ‘ছাদ’ এবং ‘ধূসর’ । এছাড়া, দক্ষিণ ভারতেও পাড়ি দিয়েছেন ইতিমধ্যে । কন্নড় এবং তামিল ভাষায় মুক্তি পাবে তাঁর ছবি '১২বি'। এই মুহূর্ত স্টার জলসায় 'গুড্ডি' ধারাবাহিকে অভিনয় করছেন রণজয় ।