এপ্রিলের কোনও একটা সোমবার । সোহিনীর (Sohini Sarkar) একটা পোস্ট থেকে শুরু হয়েছিল বিচ্ছেদের জল্পনা । টলিপাড়ায়, গুঞ্জন আর প্রেমে নেই রণজয়-সোহিনী (Ranojoy-Sohini) । দু'বছরের সম্পর্কে কি তাহলে ইতি টেনেছেন তারকা যুগল ? প্রশ্ন উঠলেও, তার সঠিক উত্তর পাওয়া যায়নি । এই বিষয়ে কোনও কথা বলতে চাননি সোহিনী । রণজয়ও এতদিন বিষয়টাকে এড়িয়ে গেছেন । খুব একটা গুরুত্ব দিতে চাননি । এখনও দিতে চান না । কাজের দিকে আরও বেশি করে ফোকাস করতে চান । রণজয়ের মতে 'পাস্ট ইজ পাস্ট'। সম্প্রতি, এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন রণজয় ।
রণজয় জানিয়েছেন, যা ঘটে গেছে, তা নিয়ে তিনি খুব বেশি ভাবেন না, ভাবতেও চান না । এখন আর এসব নিয়ে তাঁর কিছু যায় আসে না । রণজয়ের মতে, এখন তাঁর অনেক কিছু করার আছে । জীবনটা খুব ছোট । তাই, বেশি করে কাজেই মনোনিবেশ করতে চান । রণজয় বলেন,"যখন আমি সম্পর্কে ছিলাম তখনও আমি সবটা ব্যক্তিগত রাখতেই পছন্দ করতাম । হ্যাঁ মাঝে মাঝে আমরা ছবি শেয়ার করতাম । তবে অনেক হয়েছে । এই বিষয়ে আমি আর 'অ্যাটেনশন' চাই না ।”
রণজয় আরও জানিয়েছেন, এই বছর বা পরের বছরের শেষে একটি প্রযোজনা সংস্থা শুরু করার ইচ্ছা রয়েছে তাঁর । দর্শকদের কয়েকটি অসামান্য কাজ উপহার দিতে চান তিনি ।
প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে পীযূষ সাহার ‘জালবন্দি’। এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রণজয় বিষ্ণু । এছাড়া, তাঁর আরও বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে । তার মধ্যে উল্লেখযোগ্য হল 'শিমন্ত’, ‘তরঙ্গ’, ‘বনবিবি’, ‘ছাদ’ এবং ‘ধূসর’ । বলিউড ছবি ‘বিধান’-এ অভিষেক হতে চলেছে তাঁর ।