টলিউডে নতুনদের কাজ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ প্রায়ই উঠে আসে । এবার সেই অভিযোগ শোনা গেল অভিনেতা রণজয় বিষ্ণুর কণ্ঠে । উঠতি, নতুন অভিনেতাদের সতর্ক করে দিয়েছেন অভিনেতা । তাঁর দাবি, রণজয়ের ছবি দেখিয়ে সিরিয়ালে কাজের প্রলোভন দেওয়া হচ্ছে । বিনিময়ে লক্ষ লক্ষ টাকাও নিয়েছে টলিউডের এক প্রযোজনা সংস্থা । সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে এমনই অভিযোগ করলেন রণজয় বিষ্ণু ।
বুধবার ভিডিও পোস্ট করে রণজয় বলেন, 'সম্প্রতি জানতে পেরেছি আমার কোনও একটি লুকসেটের ছবি দেখিয়ে নাকি বলা হচ্ছে যে, আমি একটি নতুন সিরিয়াল করতে চলেছি। ' অভিনেতার দাবি, তিনিও কোনও সিরিয়াল করছেন না । রণজয়ের আরও জানিয়েছেন, খবরটা কতটা সত্যি, মিথ্যা তিনি জানেন না, কিন্তু, তাঁর পরিচিত অনেকেই অভিনেতাকে বলেছেন, তাঁর ছবি দেখিয়ে এক একজনের থেকে ৬০ লক্ষ টাকা, কারও থেকে আবার ২০ লাখ টাকা নেওয়া হয়েছে ।
নতুন অভিনেতাদের প্রতি রণজয়ের আর্জি, তাঁরা যেন এরকম কোনও প্রতারণার ফাঁদে পা না দেন । তাঁর অনুরোধ, 'অভিনয়ের লোভে নিজেদের সর্বস্ব বিকিয়ে দেবেন না'। অভিনেতা আরও জানিয়েছেন, প্রয়োজন হলে তিনি এই বিষয়ে আর্টিস্ট ফোরাম ও পুলিশে অভিযোগ জানাবেন ।