বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ তো বটেই , তাছাড়াও আজকাল সারা বিশ্বের নানা অনুষ্ঠানের আমেজে গা ভাসান অনেকেই। এই যেমন শারদীয়া, লক্ষ্মীপুজোর পর হ্যালোউইন ডে- পালনের ধুম লেগেছে। ৩১ অক্টোবর সারা বিশ্বের একাধিক জায়গায় পালিত হয় হ্যালোউইন। এবার বাংলার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও গা ভাসালেন এই ট্রেন্ডে।
দিদি চিত্রাঙ্গদার সঙ্গে হ্যালোউইনের সাজে ফ্রেমবন্দি হলেন ঋতাভরী। গোলাপি চুল, নীল পোশাক , কপালে বেশ কিছু স্টোন। একেবারে অন্য লুক ঋতাভরীর। সঙ্গে চিত্রাঙ্গদাও সেজেছেন মানানসই সাজে।
Shah rukh Khan: সফলতার বছর ! ৫৮ বছরের জন্মদিন ধুমধাম করে উদযাপন করবেন কিং খান, কে কে আসবেন জানেন?
তবে বঙ্গতনয়ার এই লুকে খুশি নন অনেক অনুরাগীই। তাই কমেন্টে উঠে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলেছেন, ঋতাভরীকে শাড়িতেই বেশি ভাল লাগে। আবার কেউ লিখেছেন, “আপনি এত উগ্র কেন?”