আন্দোলনের শেষ থাকে না, থাকে কেবল শুরুয়াত..'- তিনি নিজেই লিখেছিলেন। নজরুল মঞ্চে নিজের ৫৭ তম একক অনুষ্ঠানের মঞ্চ থেকে ফের একবার অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠলেন রূপম ইসলাম।
লাদাখে সোনম ওয়াংচুকের লড়াইয়ের প্রতি সংহতি জানালেন। প্যালেস্টাইন-ইজরায়েল সংঘর্ষে নিরীহ মানুষের হত্যার বিরুদ্ধে গর্জে উঠলেন। প্রতিবাদ করলেন সন্দেশখালি কাণ্ডেরও।
ভরা প্রেক্ষাগৃহে রূপমের প্রতিবাদের স্পন্দন ছুঁয়ে গেল হলভর্তি তরুণ প্রজন্মকে।
সামনে লোকসভা নির্বাচন। বুঝে শুনে ভোট দিতে বললেন রূপম৷ তাঁর কথায় উঠে এল ফোনে রাষ্ট্রের আড়িপাতা, বিনা বিচারে জেল, একের পর এক দমনমূলক আইন প্রণয়ন, অতিকায় মূর্তি স্থাপন, মন্দির তৈরি, ইমারত ভেঙ্গে মৃত্যুর প্রসঙ্গ।