কাজের চাপে মধুচন্দ্রিমায় যেতে পারেনি। তাই বছর শেষের ক'টা দিন পাহাড়ের কোলে কাটানোর পরিকল্পনা করেছেন টলি অভিনেত্রী সন্দীপ্তা সেন আর সৌম্য মুখোপাধ্যায়। ইতিমধ্যেই তাঁদের নতুন ঠিকানার ঝলক পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ের কোলের দিন ও রাতের সৌন্দর্য্য। এর মধ্যে চাঁদের আলোয় আলোকিত পাহাড়ের ছোট্ট একটি ভিডিয়ো রয়েছে। আবার সকালে সবুজ ঘেরা পাহাড়ি বনের মধ্যে আগুনের আঁচ পোহানোর ছবিও শেয়ার করে নিয়েছেন সন্দীপ্তা।
আরও পড়ুন - ঝগড়া চান না করিনা, জানিয়ে দিলেন তাঁর নতুন বছরের 'মন্ত্র' কী
প্রত্যেকটি ছবিতেই সৌম্যকে ট্যাগ করেছেন তিনি। যা দেখে বোঝাই যাচ্ছে একটু কাজের চাপ কমতেই পাহাড়ের কোলে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন নবদম্পতি। যদিও ঠিক কোথায় গিয়েছেন তাঁরা তা খোলসা করেননি এই পোস্টে।