তাঁর স্টাইলটা একটু ‘ক্যাওড়া’, কথা হচ্ছে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অনিমেষ দত্তকে নিয়ে। মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'আবার প্রলয়' (Abar Proloy)। আয়লা, আমফান-এর থেকেও বড় ঝড় আসার আভাস আগেই দিয়েছিলেন রাজ চক্রবর্তী । সিরিজ জুড়ে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ঝড়ের থেকে কম কিছু নয়। সিরিজ জুড়ে তাঁর মুখ দিয়ে কার্যত খই ফুটেছে।
Bhanu Bandyopadhyay Biopic: ‘এক আকাশের নিচে’এর পর 'যমালয়ে জীবন্ত ভানু', ফের এক পর্দায় দেবলীনা-শাশ্বত
এক ঝলকে দেখে নেওয়া যাক সিরিজে তাঁর কিছু বিখ্যাত সংলাপ -
‘বৌ আর ডিউটি প্রথম প্রথম হেব্বি লাগে সিরিজের প্রথমেই সহকর্মীকে এই কথা বলতে শোনা যায় অনিমেষের মুখ থেকে।
‘প্রশংসা হচ্ছে চর্বির মতো, কোনও কাজে আসে না শরীর ফুলিয়ে দেয়’ শাশ্বত-র এই সংলাপ ও বেশ মনে ধরেছে দর্শকদের।
এছাড়া আমি ‘ম বলি না ক বলি’ তো এই সিরিজের সিগনেচার সংলাপ। ’