‘রাজনীতি ছেড়ে দাও পার্থ’ , রাজ্যের সেচ মন্ত্রীকে ফোন করে এই আবদার করে বসলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। একেবারে কলেজজীবন থেকেই রাজনীতিকে ধ্যানজ্ঞান করেছিলেন পার্থ, ২০১১ সালে বিধায়ক ২০২২ সালে রাজ্যের সেচ মন্ত্রী হন তিনি। আসলে শাশ্বত চট্টোপাধ্যায়ের এই প্রস্তাবের কারণ আর কিছুই না, রাজ চক্রবর্তীর সিরিজ ‘আবার প্রলয়’তে পুলিশ অভিসার অনিমেষ দত্তের ভূমিকায় শাশ্বত এবং তাঁর পাশে একজন সহকারী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন মন্ত্রী পার্থ।
Rocky Aur Rani : আলিয়ার মুখে 'খেলা হবে', করণের সিনেমায় কোথায় সেন্সর, প্রশ্ন দর্শকদের মনে
আসলে আসন্ন ওয়েব সিরিজটি মন্ত্রীর দেখা না হলেও দেখে ফেলেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। আর তারপরেই এই উপলব্ধি অভিনেতার। সেকথা সোজা মন্ত্রীকে ফোন করে জানানও অভিনেতা। চলতি সপ্তাহে পার্থকে ফোন করে শাশ্বত বলেন, ‘‘রাজনীতি ছেড়ে দাও। মন্ত্রিত্ব থেকেও সরে এসো, তুমি মন দিয়ে অভিনয় করলে, কাজ করে কুলোতে পারবে না।।’’ তবে ওমন প্রতিভাবান অভিনেতার থেকে প্রশংসা পেলেও রাজনীতি ছাড়তে নারাজ পার্থ। তাঁর কোথায় রাজনীতি তাঁর কাছে নেশার মতো।