অনেকদিন ধরেই চলছিল জল্পনা। গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের (Sovan Ganguly) সঙ্গে স্বস্তিকা দত্ত-র সম্পর্ক ভাঙনের পর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল তিনি নাকি প্রেমে পড়েছেন টলিপাড়ার জনপ্রিয় নায়িকা সোহিনী সরকারের (Sohini Sarkar)। এবার কার্যত গুঞ্জনে পড়ল সিলমোহর। সোহিনীর জন্মদিন উপলক্ষে একসঙ্গে ট্রিপ গিয়েছিলেন জুটিতে।
Ritabhari Chakraborty: লড়াই শুরু অন্তঃসত্ত্বা ঋতাভরীর! গর্ভস্থ সন্তানকে পৃথিবীর আলো দেখাতেই হবে
এদিকে রণজয় বিষ্ণুর সঙ্গে সোহিনীর সম্পর্ক ভাঙনের খবরও সামনে এসেছিল। টলিপাড়ার অভিনেতা প্রান্তিক সোহিনীর ভাল বন্ধু। প্রান্তিকের জন্মদিনও সোহিনীর পরপরই। তাই বন্ধুরা মিলে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন তাঁরা। এবার সেখানেই চোখে পড়ল শোভনকেও। দুইয়ে দুইয়ে চার করতে বিশেষ অসুবিধে হয়নি নেটিজেনদের।