পুজোর আগে দু'জনেরই প্রেম ভেঙেছে। কানাঘুষো চলছিল একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। পড়ন্ত বিকেলে অভিনেত্রী সোহিনীকে বাহুডোরে আগলে রাখলেন গায়ক শোভন। ক্যাপশনে লিখলেন, 'শেষ সবকিছু তোমার জন্য তোলা রইল...'
যদিও পরক্ষণেই ওই পোস্ট মুছে দিয়েছেন গায়ক। ততক্ষণে ভাইরাল হয়ে গিয়েছে পোস্টটি। যা দেখে নেটিজনরা মনে করছেন, অবশেষে নিজেদের সম্পর্কে শিলমোহর দিলেন শোভন গঙ্গোপাধ্যায় (Sovan Gangully) এবং সোহিনী সরকার (Sohini Sarkar)।
কয়েকদিন আগেই বেশ গ্রাম্য পরিবেশে আউটিংয়ের কয়েকটি ছবি পোস্ট করেছিলেন শোভন। সেখানে একটি ছায়ার ছবি দেখে অনেকেই আন্দাজ করছিলেন শোভনের সঙ্গেই রয়েছেন সোহিনী।
আরও পড়ুন - মাথায় গোলাপি পরচুলা, নীল পোশাক! হ্যালোউইনে ঋতাভরীর সাজ দেখেছেন?
এরপরেই বুধবার আরও কিছু ছবি পোস্ট করেন শোভন। যেখানে দেখা যায় চারিদিকে সবুজ। গায়কের কাঁধে মাথা দিয়ে আদুরে ছবি তুলেছেন সোহিনী।