বড়দিনের ছুটিতে মুক্তি পেতে চলেছে দেব-এর 'প্রধান'। ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে। শুটিংয়ের শেষে দেবেকে (Dev) নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kunda)।
নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন জি বাংলার জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু অর্থাৎ পর্দার মিঠাই। ছবিতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন দেব। সঙ্গে রয়েছেন পরিচালক অভিজিৎ সেন।
আরও পড়ুন - মহানায়কের চরিত্রে দেব! উত্তমের আয়নার মুখোমুখি হবেন নতুন 'নায়ক'?
অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, 'প্রধানের শুটিং শেষ। টিমের সঙ্গে কাটানো দিনগুলি সবসময় মনে থাকবে। দেব একজন অত্যন্ত ভাল অভিনেতা। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব মজাদার। সবকিছুর জন্য ধন্যবাদ।' সৌমিতৃষার এই পোস্টটি শেয়ার করেছেন অভিনেতা দেবও।