বাঘা যতীনে (Bagha Jatin) দেবের লুক দেখে চমকে উঠেছিলেন অনুরাগীরা। কিন্তু আরও চমক বাকি ছিল। এই ছবির 'বাঘা বাঘা হে' গান রিলিজের আগেই সামনে এল সেই চমক। কারণ এই গানে গলা মিলিয়েছেন বিশেষ চাহিদা সম্পন্ন খুদেরা। সেই গান রেকর্ডের ভিডিয়ো শেয়ার করলেন দেব (Dev)। যা মন জয় করে নিয়েছে নেটিজেনরা।
এই ভিডিয়ো শেয়ার করে দেব লিখেছেন, রিলিজ হতে চলেছে 'বাঘা যতীন' ছবির দ্বিতীয় গান। এই গান নবীন প্রজন্মকে বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও তাঁর বীর গাথার সঙ্গে পরিচয় করাবে। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'বাঘা যতীন' ছবির অন্যতম গান 'বাঘা বাঘা হে'।
আরও পড়ুন - রাগনীতির রিসেপশন বাতিল? নেপথ্যে কী কারণ!