তাঁদের নিয়ে মাঝেমধ্যেই কানাঘুঁষো শোনা যায়। কয়েকবছর আগে তাঁদের সম্পর্ক নিয়ে ঢিঢি পড়ে গিয়েছিল টলিপাড়ায়। কথা হচ্ছে শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিককে নিয়ে। শ্রীময়ী বরাবরই সেসব খবর নাকচ করে এসেছেন। তিনি এও জানিয়েছিলেন , ‘ইন্ডাস্ট্রির কোনও সুদর্শন, সুপুরুষ নায়কের সঙ্গে জড়িয়ে গুঞ্জন রটলে তবু মানা যেত। শেষ পর্যন্ত তাঁর ‘দাদা’ কাঞ্চন মল্লিককে নিয়ে মিথ্যে রটনা!’
শিক্ষক দিবসের দিন শিক্ষক বলে কাঞ্চনকে উল্লেখ করে ছবি শেয়ার করলেন অভিনেত্রী। তিনি লিখলেন , ‘কাঞ্চনদার থেকে শিখেছি...’
Shiboprasad-Nandita: ‘বলছি একটু দাঁত, মাজবেন?’ শিক্ষক দিবসের সকালে খামোখা এই প্রশ্ন কেন শিবু-নন্দিতার?
রাখি পূর্ণিমার দিনেও কাঞ্চনকে শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লিখেছিলেন , ‘২০১২-২০২৩,আমাদের বন্ধুত্বের ১১ বছর পূর্ণ হল আজ, আজ এই বিশেষ দিনে একটাই কথা বলতে চাই আমাদের এই বন্ধুত্বের সম্পর্কের বন্ধন যেন অটুট থাকে।'