তিনি মহানায়ক। বাংলা ইন্ডাস্ট্রিতে তিনিই শেষ কথা। তাঁর প্রয়াণের প্রায় ৪৪ বছর পর মুক্তি পেতে চলেছে মহানায়ক উত্তম কুমারের নতুন ছবি। কিন্তু কী ভাবে?
আসলে মহানায়ককে এআই ভিএফএক্স-এর মাধ্যমে জীবন্ত করে তুলবেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। আর সেই ছবিটিই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী ২২ মার্চ। ছবির নাম 'অতি উত্তম।'
এই ছবির ঝলক আগেই সামনে এসেছে। এবার প্রকাশ্যে এল ছবি মুক্তির তারিখ। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, আগামী ২২ মার্চ মুক্তি পেতে চলেছে অতি উত্তম।
বুধবার সোশ্যাল মিডিয়ায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় একটি ছবি পোস্ট করেছেন। যে পোস্টারে লেখা আছে এই বসন্তে গুরু আসছে। আর এই পোস্টেই জানানো হয়েছে আগামী ২২ মার্চ রূপা দত্ত নিবেদিত 'অতি উত্তম' ছবিটি মুক্তি পাবে।
আরও পড়ুন - গোঁফ-দাড়ি-পাঞ্জাবি-তিলকে সেজে নায়িকা! চিনতে পারছেন?
সৃজিতের কড়া হোমওয়ার্কেরই ফসল 'অতি উত্তম'। চার বছর ধরে ৬২টা সিনেমা দেখে রীতিমতো রিসার্চ করে এই সিনেমার পোস্টার ডিজাইন করেছেন সৃজিত। চিত্রনাট্যের খসড়া প্রস্তুত করতে গিয়েও বেগ পেতে হয়েছে তাঁকে। ভিএফএক্স-এর মাধ্যমে এই ছবিতে তিনি মহানায়ককে জীবন্ত করে তুলবেন।