রাজ-শুভশ্রীর (Raj-Subhashree) বাড়িতে ঢুকে পড়েছে ভূত । সেই ভূতকে আবার ক্যামেরাবন্দী করেছেন নায়িকা নিজেই । কিন্তু, ভূতের মুখ-চোখ দেখলে কিন্তু এতটুকু ভয় লাগবে না আপনার । বরং এরকম মিষ্টি ভূত মনে হয়ে কেউ কোনওদিন দেখেনি । শুভশ্রী নিজেই বলছেন 'কিউট ভূত' । ব্যাপারখানা কী ?
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন শুভশ্রী (Subhashree Ganguly ) । সেখানে দেখা যাচ্ছে ছোট্ট ইউভানকে । তাহলে ভূত কোথায় ? আরে ইউভানই তো ভূত । আদো আদো কথায়, নিজেকে বড় ঘোস্ট বলছে ছোট্ট ইউভান । কিন্তু, শুভশ্রী তা শুধরে দিয়ে বললেন, কিউট ঘোস্ট । মা-ছেলের এমন মিষ্টি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাকটিভ থাকেন শুভশ্রী । প্রায়ই ইউভানের সঙ্গে ছোট ছোট মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন । সেইসব ভিডিওতে ছোট্ট ইউভানের কাণ্ডকারখানা ক্যামেরাবন্দী থাকে । এবার 'ভূত' হয়ে ভয় দেখাল রাজ-শুভশ্রীর খুদে ।
অভিনয় থেকে প্রযোজক হয়েছেন শুভশ্রী । রাজ চক্রবর্তীর পরিচালনায় ওয়েব সিরিজ 'আবার প্রলয়' প্রযোজনা করেছেন শুভশ্রী । তবে তা রাজের নিজস্ব প্রযোজনা সংস্থার ছাতায়। কিন্তু এবার নিজের প্রযোজনা সংস্থা খুলছেন শুভশ্রী। নাম 'সিকাবা' হাউজ। ইতিমধ্যে বেশ কয়েকজন চিত্রনাট্যকারের সঙ্গে নানা ছোট বড় গল্প নিয়ে আলোচনাও হয়েছে। নিজের প্রযোজনা সংস্থায় নবাগতদের সুযোগ দিতে চান বলে জানিয়েছেন শুভশ্রী।