টলিপাড়ার স্টারকিডদের মধ্যে সবচেয়ে বেশি লাইমলাইটে থাকেন ‘রাজপুত্তুর’ ইউভান। বাবা রাজ চক্রবর্তী এবং মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের থেকে কোনও অংশেই কম নয় ইউভানের জনপ্রিয়তা। ছোট্ট থেকে নেটিজেনদের চোখের সামনেই তাঁর বেড়ে ওঠা। খুদের নিত্যনতুন কীর্তি, ছবি ভিডিও মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন শুভশ্রী।
এই যেমন, বুধবার সকালে ইউভানের মর্নিং মুড শেয়ার করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। একটিতে সবে ঘুম থেকে উঠে সোফায় চুপটি করে এক মনে বসে আছে ইউভান, চোখ থেকে তখনও ঘুম কাটেনি। আরেকটি ছবিতে ‘গুড বয়’ এর মতো যোগাসন করতে দেখা যায় তাঁকে।
Nusrat Jahan: 'বহিরাগত কাউকে চাই না, শিক্ষিত সৎ প্রার্থী চাই' নুসরত বিরোধী পোস্টারে ছেয়ে গিয়েছে বসিরহাট
এদিকে আগামী মাসেই শুভশ্রীর ঘরে আসতে চলেছে তাঁর দ্বিতীয় সন্তান, অর্থাৎ দাদা হতে চলেছে ইউভান। এবার মায়ের বড় ছেলের দায়িত্ব ক্রমেই বাড়ছে কী না!