ছুটির মেজাজে হবু মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সপ্তাহের শুরুতেই ছোট্ট ইউভান আর স্বামী রাজকে সঙ্গী করে থাইল্যান্ড সফরে গেলেন টলি নায়িকা। ইতিমধ্যেই সফরের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন টলিপাড়ার এই তারকাদম্পতি।
রবিবার সন্ধের উড়ানে থাইল্যান্ড গিয়েছেন রাজ-শুভশ্রী। ক্যাজুয়াল লুকে দমদম এয়ারপোর্টে দেখা মিলেছে তাঁদের। শুভশ্রীর পরনে ছিল অফহোয়াইট রঙের ঢিলেঢালা পোশাক। রাজের পরনে ছিল সাদা টিশার্ট। এয়ারপোর্ট লাউঞ্জ থেকে দুজনে ইনস্টা স্টোরিতে ছবিও শেয়ার করেছিলেন।
আরও পড়ুন - ৮ মাস কেটে গিয়েছে ছটফটে মেয়েটা নেই, আচমকা সক্রিয় ঐন্দ্রিলার ইউটিউব, পোস্ট হল ভিডিয়ো-ও
শুধু এয়ারপোর্ট নয়। থাইল্যান্ডে পৌঁছেও ছবি শেয়ার করেন শুভশ্রী। যেখানে দেখা যাচ্ছে, খুদে ইউভানের সঙ্গে একেবারে খোশ মেজাজে রয়েছেন রাজ। পা মেলাচ্ছেন গানের তালে তালে। আর শুভশ্রী ধরা দিয়েছেন বোল্ড লুকে।