কলকাতার হাসপাতালে অস্ত্রোপচার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর। শনিবার বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে অভিনেত্রীর সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানা গিয়েছে। প্রায় এক মাস ধরে ভুগছিলেন তিনি। সম্প্রতি বহুরূপী ছবির শুটিংয়ের সময়ও অসুস্থ হয়েছিলেন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অম্বলের উপসর্গ নিয়ে সম্প্রতি তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু পরীক্ষায় অভিনেত্রীর শরীরে পাথর ধরা পড়ে। এরপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর ভাল আছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।
আগামী ২৪ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। কবে তাঁকে ছাড়া হবে, তা অবশ্য স্পষ্ট করা হয়নি। এদিন হাসপাতালে হাজির ছিলেন অভিনেত্রীর মা, অভিনেত্রী শতরূপা স্যানাল।