টলিউডে ফের করোনার (Coronavirus) থাবা । করোনা আক্রান্ত অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty) । মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় (Social Mdia) নিজেই নিজের অসুস্থতার কথা জানিয়েছেন তিনি । আপাতত, হোম আইসোলেশনে রয়েছেন তনুশ্রী ।
তনুশ্রী লেখেন, "সমস্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে । আমি নিজেকে আইসোলেশনে রেখেছি ।" তিনি আরও জানান, দিন তিনেক আগে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ (Negative) আসে । তারপর থেকে বাড়িতেই ছিলেন । কিন্তু, গত পরশু থেকে অসুস্থবোধ করতে শুরু করেন তিনি । জ্বরও ছিল তাঁর । এরপরে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে । তবে তনুশ্রী জানিয়েছেন, তাঁর শরীর এখন অনেকটাই সুস্থ । ভাল আছেন তিনি ।
আরও পড়ুন, Prasenjt Chatterjee: করোনা আক্রান্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, টুইটে নিজেই জানালেন বুম্বাদা
টলিউডে এর আগে করোনা আক্রান্ত হয়েছেন সৃজিত, রাজ, শুভশ্রী থেকে শুরু করে দেব, সোহম, মিমি ও আরও অনেকে । তাঁরা এখন প্রত্যেকেই সুস্থ । এদিকে, কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অভিনেতা ।