প্রেমিকা পিয়া চক্রবর্তীর সঙ্গে সোমবার, অর্থাৎ ২৭ নভেম্বর সন্ধেবেলায় গাঁটছড়া বাঁধবেন পরমব্রত চট্টোপাধ্যায়। টলিউডে বেশ কিছুদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জনের কথা শোনা যাচ্ছিল। গুঞ্জন উঠেছিল, তাঁরা ইতিমধ্যে বিয়েও করে ফেলেছেন। সেই জল্পনাই সত্যি হল।
পিয়া চক্রবর্তী সঙ্গীত শিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। অনুপম রায়ের সঙ্গে যখন ছাড়াছাড়ি হয়, তখন থেকেই পরমব্রতের নাম প্রকাশ্যে আসে। শোনা যায়, পরমব্রতের সঙ্গে প্রেমের কারণেই নাকি বিবাহ বিচ্ছেদের পথে এগিয়েছিলেন পিয়া। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ফ্যানেরা বারবার তাদের ছবি খুঁজেছেন। যদিও পিয়া ও পরমব্রতকে একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা যায়নি।
আরও পড়ুন: Arijit Singh: নেপালের কনসার্টে উপহার পেলেন মায়ের ছবি, আবেগে গলা ধরে এল অরিজিৎ-এর
এবছর, অর্থাৎ ২০২৩ সালের জুলাইয়ে খবর রটে যায়, ইতিমধ্যেই বিয়ে করে ফেলেছেন পরমব্রত ও পিয়া। শেষমেষ জানা গেল, ২৭ নভেম্বর বিয়ের পিড়িতে বসতে চলেছেন পরমব্রত ও পিয়া।