কখনও সে ব্যোমকেশ কখনও বা সোনা দা, কখনও বা পর্দার একমাত্র হিরো। কথা হচ্ছে টলিউডের 'হার্টথ্রব' আবীর চট্টোপাধ্যায় (Abir Chatterjee) -কে নিয়ে। ইন্ডাস্ট্রিতে ১৬ বছর কাটিয়ে দিলেন আবীর, তবুও তার ফিটনেসের কিন্তু খামতি নেই৷ তাহলে কি জিম, শরীরচর্চাই আবীরের পর্দা কাঁপানোর মূল মন্ত্র?
যদিও অভিনেতা প্রচার পাওয়ার জন্য, বা বড়পর্দায় নিজেকে আকর্ষণীয় দেখানোর জন্য জিম করেন না বলেই জানিয়েছেন। তাঁর কথায় ফিট থাকা, সুস্থ থাকাই মূল লক্ষ্য। ২০১৬ সাল থেকেই নিয়মিত জিম করেন অভিনেতা। আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে, অভিনেতা আরও জানান ‘‘আসলে আমাকে চরিত্রের প্রয়োজনে সিক্স প্যাক বা এ ধরনের কিছু বাহ্যিক পরিবর্তন করতে হয়নি এখনও পর্যন্ত। তাই নিজেকে সুস্থ এবং চাঙ্গা রাখার জন্যই জিম করি।" সোশ্যাল মিডিয়াতেও আবীর তেমন সক্রিয় নন। তাই তাঁর কথায়, লোক দেখাতে কিছুই করেন না তিনি।