দশ বছরের বন্ধুত্ব, মাত্র কয়েক মাসের প্রেম । অবেশেষে চুপিসাড়ে বিয়েটা সেরেই ফেললেন টলিউড অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty) । পাত্র টলিউডের আরেক বিখ্যাত অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Prantik Banerjee) । শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের কোলে প্রকৃতিকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়লেন অঙ্কিতা-প্রান্তিক (Ankita-Prantik Wedding) । তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন দুজনেরই ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ।
তবে, শোনা যাচ্ছে বিয়েটা নাকি চার মাস আগেই সেরে ফেলেছিলেন দুজনে । গত জানুয়ারি মাসে সিকিমের (Sikkim) এক ছোট্ট গ্রামে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা । কোনও সামাজিক নিয়ম মেনে বিয়েটা করতে চাননি তাঁরা দুজনে । তাই সবাইকে ফাঁকি দিয়ে বিয়েটা সেরে নিয়েছেন দুজনে । বিয়ের কয়েকমাস পর অবশেষে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন অঙ্কিতা চক্রবর্তী । সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী । ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের দিন সাদা পোশাকে সেজেছিলেন দুজনে । অঙ্কিতার মাথার লাল ওড়না, গা ভর্তি গয়না আর কপাল ভর্তি সিঁদুর । ছবিতে লক্ষ্য করবেন প্রান্তিকের কপালেও সিঁদুরের ফোঁটা । বোঝা যাচ্ছে, দুজনেই একে অপরকে সিঁদুর পরিয়ে একসঙ্গে নতুন পথ চলার অঙ্গীকার করেছেন ।
দীর্ঘ ১০ বছর ধরে শুধু বন্ধুত্বই ছিল অঙ্কিতা ও প্রান্তিকের মধ্যে । তবে গতবছর থেকে সম্পর্কের সমীকরণ বদলে যায় । বিয়ে করার সিদ্ধান্ত নিতেও বেশি ভাবেননি দুজনের কেউই । তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী সোহিনী চক্রবর্তী । টলিউড ইন্ডাস্ট্রি থেকে আরও কয়েকজন তাঁদের বিয়েতে উপস্থিত ছিলেন ।
বর্তমানে ‘মন ফাগুন’ ধারাবাহিকে খলনায়ক হিসাবে দেখা যাচ্ছে প্রান্তিককে । অন্যদিকে ছবি, ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত অঙ্কিতা ।