আজ ২১ জুলাই । তৃণমূলের শহিদ দিবস (21st July Sahid Diwas) । বিজয় সমাবেশও বটে । প্রতিবছরই এই দিনে ধর্মতলার মঞ্চে বসে চাঁদের হাট। এবারেও তার অন্যথা হল না। এবারের মঞ্চেও দেখা গেল বাংলার তিন তারকা সাংসদ- মিমি , নুসরত, দেবকেও।
প্রচারে শেষভাবে সময় দিতে পারেননি অভিনেতা সাংসদ দেব, এবং মিমি। নুসরত শেষ দিকে খানিকটা সময় দিয়েছিলেন। এছাড়াও ২১ এর বিধানসভা ভোটের আগে ছোটপর্দার অনেকেই নাম লিখিয়েছিলেন ঘাসফুল শিবিরে। তাঁদেরকেও দেখা গেল ২১ এর মঞ্চে। দেখা গেল মিঠাই খ্যাত সৌমিতৃষাকেও।
Barbenheimer: ওপেনহাইমার, না বার্বি, মুক্তির দিনে প্রথম পছন্দ কোনটা, ধন্ধে গোটা বিশ্ব
‘দিদি’র ডাকে সাড়া দিয়ে তিন হেভিওয়েট সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন ছোটপর্দার তৃণা সাহা , শ্রীতমা ভট্টাচার্য। এদিনের মঞ্চে গান গেয়েছেন নচিকেতা। বক্তব্য রেখেছেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ।