দেশজুড়ে চলছে স্বাধীনতা দিবস (Independence Day 2022) উদযাপন । স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে সামিল হয়েছেন টলিউড তারকারাও (Tollywood Stars 15th August Celebration) । প্রসেনজিৎ, ঋতুপর্ণা থেকে মিমি, নুসরত...স্বাধীনতার রঙে রেঙেছেন প্রত্যেকেই । সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি পোস্ট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তারকারা ।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন । ভিডিওতে,দুধ সাদা পোশাকে জাতীয় পতাকা হাতে দেখা গেল অভিনেতাকে । ব্যাকগ্রাউন্ডে বাজছে 'শুভ সুখ চ্যান কি বরখা বরষে'। ক্যাপশনে, স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করেছেন ও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন । অন্যদিকে, স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত । সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি ।
অভিনব উপায়ে স্বাধীনতা দিবস উদযাপন করলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান । শান্তির দূত সাদা পায়রা উড়িয়ে স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে সামিল হলেন তিনি । দুধ সাদা পোশাকে, তেরঙ্গা হাতে স্যালুট জানালেন মিমি । স্বাধীনতার শুভেচ্ছা জানিয়েছেন রাইমা সেনও । পতাকা উত্তোলন করে রুদ্রনীলও জানিয়েছেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ।
অন্যদিকে, ছোট্ট ইউভানকে নিয়ে এবার স্বাধীনতা দিবস উদযাপন করছেন শুভশ্রী গাঙ্গুলি । একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী, যেখানে ইউভানকে আধো আধো গলায় বলতে শোনা গেল, 'ইন্ডিয়া, জয় হিন্দ ।'