কালো রঙের পোশাক চিরকালীনই খুব ট্রেন্ডি। এবার সেই কালো পোশাকেই নজর কাড়লেন টলিপাড়ার (Tollywood) দুই সুন্দরী। থাইল্যান্ড ভ্রমণের কালো ব্রালেট হটপ্যান্ট পরা মনামির (Monami Ghosh) ছবি যখন অনুরাগীদের মনে ঝড় তুলেছে, তখনই সামনে এল নিউইয়র্কের রাস্তায় কালো ব্লেজার-লেস শর্টসে পরা সোহিনী সরকারের (Sohini Sarkar) ছবি। যা দেখে রীতিমতো ঘুম উড়েছে অনুরাগীদের।
দিন কয়েক আগেই থাইল্যান্ড ঘুরতে গিয়েছেন মনামি ঘোষ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিই শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, ক্রচেট ম্যাটেরিয়ালের কালো ব্রালেটের সঙ্গে হটপ্যান্ট পরে ট্রেন্ডি লুকে ধরা দিয়েছেন মনামি।
আরও পড়ুন - জীবন লজিকে নয় চলে ম্যাজিকে! ক্রিকেট কোচ অভিষেককে দেখে মুগ্ধ সৌরভ , যুবরাজরা
অন্যদিকে, নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বং ডিভা সোহিনী সরকার। তিনি কালো রঙের শর্টসের সঙ্গে একটি সাদা ক্রপড টপ পরেছেন।