এই মুহূর্তে টলিপাড়া সরগরম অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) এবং সোহিনী সরকারের (Sohini Sarkar) ‘ইগোর লড়াই’কে কেন্দ্র করে। ‘মাতঙ্গী’ ওয়েব সিরিজের সেটে এই দুই নায়িকার মনোমালিন্যের জেরে বিশ বাঁও জলে শ্যুটিং। তৃণা নাকি একদিন সেট ছেড়েও বেরিয়ে গিয়েছেন। এর ঘটনার পর থেকে অনেকেই তৃণার আচরণের দিকে আঙ্গুল তুলেছেন। কেউ কেউ তাঁর ব্যবহারেরও নিন্দা করেছেন।
তবে মুখে কিছু না বললেও ভিডিয়ো শেয়ার করে কড়া বার্তা দিতে দেখা গেল অভিনেত্রীকে। তিনি জিলিপির স্বাদ নিলেও, নেপথ্যে এই বার্তায় দিয়েছেন যে “তোমার পরিশ্রমটা কেউ দেখবে না। তবে দোষ দেওয়ার বেলায় সবাই আছে। যার ক্ষমতা বেশি , তার পাল্লা ভারী’ । নাম না করে সোহিনীকেই কি খোঁচা দিলেন তৃণা , উঠছে প্রশ্ন।
Sahachari Trailer : ঋতব্রত-সুরঙ্গনার প্রেম ! কীভাবে হয়ে উঠবেন 'সহচরী', প্রকাশ্যে ট্রেলার
তৃণা ও সোহিনী-র মধ্যে ঝামেলা যে হয়েছে, সেই বিষয়টা অস্বীকার করেননি রণিতা দাস । তাঁর কথায়, সিনিয়রদের সবসময় সম্মান করা উচিৎ । কারণ তাঁদের থেকেই অনেক কিছু শেখা যায় । আর সেখানে সোহিনী তাঁদের থেকে অনেক সিনিয়র । ভাল ভাল কাজ করেছেন । সেটা সবাই জানেন । আর কোনও সমস্যা হলেও চ্যানেল এবং প্রযোজনা সংস্থার সঙ্গে কথা বলা উচিত। কথা বললেই ব্যাপারটা মিটে যেত ।
জানা গিয়েছে, তৃণা নাকি মনে করছেন, সোহিনী সরকারকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। এই বিষয়ে রণিতা বলেন, 'আমাদের সকলের নিজস্ব ম্যানেজার আছেন। কোনও প্রযোজনায় কাজ শুরু করার আগে পারিশ্রমিক নিয়ে তো ম্যানেজার কথা বলে নেন। কী কী দরকার সেটাও আমরা জানিয়ে দিই। প্রয়োজনীয়তাগুলো আগে জানিয়ে দেওয়া উচিত। শ্যুটিং ফ্লোরে এসে এই ধরনের কথাবার্তা বলেই উচিতই নয়।'