দীপু মাস্টার রোহন ভটাচার্য (Rohaan Bhattacharya) ছোটপর্দায় ফিরেছেন । এবার একেবারে সঞ্চালনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন । ‘ডান্স ডান্স জুনিয়র’-এ (Dance Dance Junior) সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে রোহনকে । তবে শোনা যাচ্ছে, আরও একটা নতুন পরিচয়ে দেখা যাবে তাঁকে । তাও আবার 'রাজ-গোয়েন্দা' ! জানা যাচ্ছে, সম্রাট সমুদ্রগুপ্তর আমলের গোয়েন্দা ‘পুষ্পকেতু’র (Pushpa Ketu) চরিত্রে দেখা যাবে রোহনকে ।
এখন উপন্যাস হিসেবে বেরিয়েছে রাজ-গোয়েন্দা (Rohaan Bhattacharya as Detective) । এই নতুন গোয়েন্দার স্রষ্টা অনন্যা পাল । সম্প্রতি, লেখিকার বইয়ের প্রচ্ছদ প্রকাশিত হয়েছে । গোয়েন্দা ‘পুষ্পকেতু’ রূপে দেখা দিয়েছেন রোহন । আপাতত, বইয়ের মলাটেই রয়েছেন রোহন । পরে এই নিয়ে মঞ্চে বা সিরিজে দেখা যেতে পারে রোহন ভট্টাচার্যকে । সেরকমই ভাবনা রয়েছে অনন্যা পালের । আপাতত, রিয়্যালিটি শো-এর চাপ সামলিয়ে রাজ-গোয়েন্দা হয়ে ওঠার জন্য ওজন ঝরানোর কথাও ভাবছেন রোহন । এক সংবাদমাধ্যমকে সেরকমই জানিয়েছেন তিনি । সেইসঙ্গে অনন্যা পালের উপন্যাসে 'পুষ্পকেতু'-কে খুঁটিয়ে জানবেন অভিনেতা ।
আরও পড়ুন, Sreelekha Mitra:মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী মনোনীত শ্রীলেখা, লড়াই দীপিকা-আলিয়াদের সঙ্গে
এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে অনন্যা পাল জানিয়েছেন, ঐতিহাসিক উপন্যাস লিখতে তাঁর খুব ভাল লাগে । সেখানেই একটু বৈচিত্র আনার কথা ভাবেন তিনি । সেই অনুযায়ী রাজার আমলের গোয়েন্দাদের কথা পাঠকদের সামলে তুলে ধরেছেন তিনি ।