একেবারে কোনওরকম ঢাক ঢাক গুড়গুড় ছাড়া বলিউডি কায়দায় ছিমছাম বিয়ে সেরেছেন বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় মুখ উদয় প্রতাপ সিং, এবং অনামিকা চক্রবর্তী। এবার মধুচন্দ্রিমাও সারলেন জৌলুসহীন ভাবেই। বিদেশ বা বিলাসবহুল কোনও জায়গায় নয় বরং উদয় অনামিকা হানিমুনে গেলেন দার্জিলিং- এ।
তাও একান্তে নয়, মধুচন্দ্রিমায় তাঁরা গিয়েছেন একেবারে Gang নিয়ে। পাহাড়ের কোলে বন্ধুদের আবদারে ফের গাঁদা ফুল দিয়ে মালাবদল করেন তাঁরা। বন্ধুদের সঙ্গে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার ও করেন তারকা জুটি। ক্যাপশনে লিখেছেন, বন্ধুরা তো পরিবারের মতোই। আমাদের জীবনের এই বিশেষ দিনটাকে সুন্দর করে তোলার জন্য অনেক ধন্যবাদ।