টানা ২৪ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। দীর্ঘদিন শহরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। অভিনেত্রীর ত্বকের নীচে থাকা ব্লাড ভেসেলে প্রদাহ শুরু হয়েছিল, যার জেরে প্রভাব পড়ে ত্বকে। এরপর গত ২১ জুন তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় ৮১ বছরের মাধবীকে৷
Madhabi Mukherjee : গুরুতর অসুস্থ 'চারুলতা', হাসপাতালে ভর্তি মাধবী মুখোপাধ্যায়, কেমন আছেন ?
হাসপাতাল সূত্রে খবর, এই মুহুর্তে তাঁর অবস্থা স্থিতিশীল, বেশ কিছুদিন বিশ্রামে থাকার কথা বলা হয়েছে৷ পাশাপাশি, ডায়াবেটিস এবং হাইপারটেনশনের সমস্যা রয়েছে অভিনেত্রীর৷। শানিবার বাড়িতে ফিরলেন অভিনেত্রী।
দিন কয়েক আগেই আচমকা অভিনেত্রীর দুই পা জুড়ে ব়্যাশ বেরিয়েছিল । চিকিৎসকের পরামর্শ নেওয়া হয় । এরপরই হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী। টেস্টের পর জানা যায় তিনি সেলুলাইটিসে আক্রান্ত । এরপরেই তাঁর চিকিৎসা শুরু হয় । চিকিৎসা চলাকালীন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । সিসিইউ-তে রাখা হয়েছিল তাঁকে।