বিয়ে পরীক্ষা একই সঙ্গে, কোনটাই বা ছাড়বেন? কনের নতুন ‘সলিউশান’ই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। উত্তরপ্রদেশের ঝাঁসির এক বিশ্ববিদ্যালয়ে দেখা গেল বিয়ের পোশাক পরেই পরীক্ষা দিতে ছুটলেন এক কনে। শ্বশুরবাড়ির লোকেরাই সদ্য বিবাহিতাকে পৌঁছে দিয়েছেন পরীক্ষার হলে।
Srijit Mukherjee: বড় চমক সৃজিতের, 'পদাতিক' ছবিতে শোনা যাবে সত্যজিৎ রায়ের কণ্ঠস্বর
এই ভিডিয়ো এখন ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে। কনের নাম খুশবু রাজপুত। তিনি ঝাঁসির বুন্দেলখণ্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের ছাত্রী। বিয়ে সেরে পরের দিনই পরীক্ষা, কী উপায় ! বিয়ের লেহেঙ্গা পরে, মাথায় সিঁদুর, সোনার গয়নায় সেজে পরীক্ষার উত্তর লিখতে দেখা গেল কনেকে।