এবার বাস্তব জীবনেও ‘নতুন প্রেমের গান’ ধরলেন ‘বল্লভপুরের রাজামশাই’ সত্যম ভট্টাচার্য। প্রেমিকা শাশ্বতী সিনহার সঙ্গে তাঁর ১১ বছরের সম্পর্ক। সবাই যখন ব্যস্ত, অযোধ্যা নিয়ে সেই ফাঁকেই বিয়ে সেরে নিলেন রাজাবাবু। অবশেষে প্রকাশ্যে এল তাঁর বিয়ের ছবি। ছিমছাম সাদামাটাভাবেই বন্ধু এবং পরিবারের সকলের উপস্থিতিতে বিয়ে সেরেছেন সত্যম।
Satyam Bhattacharya: সবাই ব্যস্ত অযোধ্যা নিয়ে, এদিকে বিয়ে সেরে ফেললেন 'বল্লভপুরের রাজা মশাই'
লাল পাঞ্জাবি , চোখে চশমা এঁটে বিয়ে করতে বসেছিলেন সত্যম। তাঁদের পুষ্পবৃষ্টিতে ভরিয়ে দিলেন বন্ধুরা। বিয়ের মাত্র একটি ছবি শেয়ার করে অভিনেতা প্রেমের দিনের শুরুর থেকে বিয়ে অবধি জার্নিটা বোঝাতে চেয়েছেন। লিখেছেন ৯.৪.১৫ - ২২.১.২৪… জুটিকে শুভেচ্ছায় ভড়িয়েছেন অনুরাগীরা।