ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস ফোরামে(West Bengal Motion Pictures Artists Forum) গঠিত হল নতুন কমিটি(New Committee) । সেখানেই ফোরামের নতুন সভাপতি(New President) হিসাবে নির্বাচিত হলেন প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) । অন্যদিকে, কমিটিতে এবার নতুন সংযোজন অঙ্কুশ হাজরা(Ankush Hazra) । যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তিনি ।
ফোরামের সহ-সভাপতি পদে থাকছেন সব্যসাচী চক্রবর্তী(Sabyasachi Chakraborty), সুমন্ত মুখোপাধ্যায়, কৌশিক সেন(Kaushik Sen), অপরাজিতা আঢ্য(Aparajita Auddy) এবং ভরত কল । সাধারণ সম্পাদক হয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee) । সহকারী সম্পাদক কুশল চক্রবর্তী(Kushal Chakraborty) এবং শুভাশিস মিত্র । যুগ্ম সম্পাদক পদে অঙ্কুশের সঙ্গে থাকছেন দিগন্ত বাগচী ।
এছাড়া, সাত সদস্যের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে । সেখানে রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়(Sudip Mukherjee), আবীর চট্টোপাধ্যায়(Abir Chatterjee), শঙ্কর চক্রবর্তী(Shankar Chakraborty), শুভ্রজিৎ দত্ত, অনিন্দ্য চক্রবর্তী, পার্থসারথি দেব ও পায়েল(Payel Sarkar) । কোষাধ্যক্ষ থাকছেন তাপস চক্রবর্তী ।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে ছোট ও বড় পর্দার শিল্পীদের সুবিধে-অসুবিধের দিকে লক্ষ্য রাখার জন্যেই প্রতিষ্ঠিত হয়েছিল এই ফোরাম । এর মধ্যে রয়েছে অভিনেতা-অভিনেত্রীদের পেমেন্ট সংক্রান্ত সমস্যা, নতুন অভিনেতা-অভিনেত্রীদের রেজিস্ট্রেশন ইত্যাদি ।