সামনে এল অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma passes away) ময়নাতদন্তের রিপোর্ট । ময়নাতদন্তের রিপোর্ট (Tunisha Sharma post mortem report) বলছে, শ্বাসরোধ বা দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে হিন্দি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীর । তাঁর শরীরে কোনও রকম আঘাতের চিহ্ন মেলেনি । উল্লেখ্য, অভিনেত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে রবিবারই তাঁর 'বয়ফ্রেন্ড' তথা সহ অভিনেতা শেজান খানকে গ্রেফতার করে মুম্বই পুলিশ ।
এদিকে, তুনিশার (Tunisha Sharma Death) মৃত্যুর খবর সামনে আসতেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর । একাংশ এই খবর রটিয়ে দেন । মুম্বই পুলিশ জানিয়েছে, এখবরের কোনও সত্যতা নেই । অন্তঃসত্ত্বা হওয়ার দাবিকে তারা নস্যাৎ করে দিয়েছে ।
আরও পড়ুন, Tunisha Sharma Death : আত্মহত্যায় 'প্ররোচনা', গ্রেফতার তুনিশার সহ-অভিনেতা শেজান খান
২০০২ সালের ৪ জানুয়ারি তুনিশার জন্ম হয়। ২০১৫ সালে সোনি টিভিতে ভারত কা বীর পুত্র – মহারানা প্রতাপ ধারাবাহিকে চাঁদ কানওয়ার চরিত্র দিয়ে তিনি নিজের কর্মজীবন শুরু করেছিলেন। একই বছর কালারস টিভিতে চক্রবর্তী অশোক সম্রাট ধারাবাহিকে রাজকুমারী অহঙ্কারার চরিত্রে অভিনয় করেন। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক ধারাবাহিক এবং হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। কাজ করেছেন একাধিক মিউজিক ভিডিয়োতেও। হিন্দি সিনেমার মধ্যে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ফিতুর, বার বার দেখো, দাবাং থ্রি, কাহানী -২ এর মতো বিগ বাজেটের ছবি।