বেশ কয়েক বছর হল পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের (Swarnendu Samaddar) সঙ্গে সম্পর্কে রয়েছেন ‘রাঙা বৌ’ ওরফে শ্রুতি দাস (Shruti Das)। তাঁদের বয়সের ফারাক প্রায় ১৪ বছর। তার জন্য বহু কথাও শুনতে হয়েছে শ্রুতিকে। কিন্তু তাতে কর্ণপাত করেননি মিঞা-বিবি। বরং শ্রুতির কথায় , স্বর্ণেন্দুর কাছে বাবার মতো আদর, ভালবাসা যত্ন পেয়ে থাকেন তিনি। এক সাক্ষাৎকারে শ্রুতি জানান , ‘আমাদের সম্পর্কে বয়সের ফারাক আমার কাছে বাবার মতো কাউকে পেয়ে যাওয়ার মতো। বাবা-মার মতো টেক কেয়ার করে। এইগুলো ওই আজকে পাবে যাই, চলো ডেটে যাই এর থেকে উর্দ্ধে।’ নায়িকার শরীর খারাপ সেটে তাঁর জন্য পাতলা মাছের ঝোলও রান্না করে দেন স্বর্ণেন্দু।
Shruti-Swarnendu: বছর ঘুরলেই বিয়ে শ্রুতি-স্বর্ণেন্দুর? 'রাঙা বৌ' শুভকাজ সারছেন কবে?
কবে বিয়ের পিঁড়িতে বসছেন এই জুটি? ২০২৪ সালের শীতকেই নাকি বিয়ের জন্য বেছেছেন শ্রুতি। বেজায় সাজতে ভালবাসেন শ্রুতি, তাই গরমে বিয়ে একেবারেই নয়। তবে বিয়ে নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি জুটি। শ্রুতির বয়স এখন মাত্র ২৭, বিয়ের জন্য কেরিয়ারের ক্ষতি হবে না তো? শ্রুতির উত্তর ভাবনা চিন্তা চলছে, আপাতত বিয়ে নিয়ে । সকলকে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ জানালেন টেলিপাড়ার ‘রাঙা বৌ' ।