দাদাগিরির (Dadagiri) মঞ্চে দুদিন ধরে বসন্ত উৎসব (Basanta Utsab) উদযাপন । আবিরের রঙে, নাচে গানে রঙিন হয়ে উঠবে মঞ্চ । ছোট থেকে বড় পর্দার তারকারা উপস্থিত থাকবেন । রঙিন পোশাকে সেজে উঠবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) ।
বসন্ত উৎসব উপলক্ষে শনিবারের পর্বে থাকছে 'উড়ন তুবড়ি' পরিবার । খেলার সঙ্গে নাচে, গানে, গল্পে মঞ্চ মাতাবেন তাঁরা । ২৮ মার্চ থেকে জি বাংলায় দেখা যাবে 'উড়ন তুবড়ি' ধারাবাহিকটি । রবিবারের পর্ব আরও জমজমাট । এদিন, উপস্থিত থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Sranbonti Chatterjee), ঐন্দ্রিলা সেন (Oindrila Sen), পূজা ব্যানার্জী (Puja Banerjee), বিক্রম চ্যাটার্জী(Vikram Chatterjee), মনামী ঘোষ(Monami Ghosh), সোমরাজরা । এই পর্বে নায়িকাদের সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা যাবে 'দাদা'-কেও।
আরও পড়ুন, Shah Rukh Khan : ওটিটিতে শাহরুখ খানের নতুন ধামাকা, আসছে 'এসআরকে প্লাস
সোশ্যাল মিডিয়ায় আগেই সৌরভের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী পূজা । ক্যাপশনে লিখেছিলেন, অনেকদিন পরে 'দাদাগিরি'-র মঞ্চে হাজির হতে পেরে খুশি তিনি ।