সদ্য বিয়ে হয়েছে । নতুন সংসার । অনুপমের সঙ্গে রঙিন দিন কাটাচ্ছেন গায়িকা প্রশ্মিতা পাল । সম্প্রতি, দিদি নং ওয়ানে প্রিয় বন্ধুর সঙ্গে খেলতে আসবেন গায়িকা । সেখানেই রচনা প্রশ্ন করেন, স্বামী হিসেবে কেমন অনুপম ? কিন্তু, প্রশ্মিতার উত্তর শুনে অবাক নেটিজেনরাও ।
সম্প্রতি, জি বাংলার তরফে একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে । যেখানে দেখা যাচ্ছে, রবিবার স্পেশ্যাল এপিসোডে বন্ধুদের নিয়ে খেলবেন তারকারা । প্রতিযোগী হিসেবে খেলবেন প্রশ্মিতাও । খেলা চলাকালীন রচনা প্রশ্মিতাকে প্রশ্ন করেন, স্বামী হিসেবে কেমন অনুপম ? কিন্তু, সেইসময় হেসে প্রশ্নটা এড়িয়ে যেতে দেখা গেল প্রশ্মিতাকে । কিন্তু, কেন এড়িয়ে গেলেন প্রশ্ন ? ইতিমধ্যেই সেই নিয়ে হইচই পড়ে গিয়েছে নেটিজেনদের ।
এদিকে, ২৯ মার্চ অনুপমের জন্মদিন । দিনটা ব্যস্ততার সঙ্গেই কাটবে গায়কের । এইসময়কে তিনি জানিয়েছেন, মায়ের হাতের রান্না আর পায়েস খাবেন । এছাড়া, বিকেলে তাঁর ফ্যান ক্লাবের সদস্য ও অনুরাগীদের সময় কাটাবেন ও সন্ধেবেলায় ফিল্মফেয়ার অনুষ্ঠান । কিন্তু, প্রশ্মিতার সঙ্গে কোনও প্ল্যানই নেই জানিয়েছেন অনুপম ।