বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক 'আয় তবে সহচরী' (Aay Tobe Sohochori)? সপ্তর্ষি-সোনামণির নতুন ধারাবাহিকের (New Tele Serial) দিনক্ষণ প্রকাশ্যে আসতেই এধরনের প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে । কারণ, চ্যানেলের তরফে সম্প্রতি জানানো হয়েছে, সহচরীর ৯টার স্লটে দেখানো হবে নতুন ধারাবাহিক 'একা-দোক্কা' । তাহলে সহচরী আর বরফির বন্ধুত্বের গল্প কি এখানেই শেষ ?
দর্শকদের জন্য সুখবর, 'আয় তবে সহচরী'বন্ধ হচ্ছে না । শুধু সময়টা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে । ১৮ জুলাই থেকে রাত ৯টার স্লটে দেখা যাবে 'এক্কা-দোক্কা' (Ekka-Dokka) । আর রাত ১০টার স্লট দেওয়া হয়েছে 'আয় তবে সহচরী'-কে । এখন এই সময় দেখানো হয় ‘গঙ্গারামের কাহিনি’। ১৫ জুলাই শেষ হয়ে যাচ্ছে ‘গঙ্গারাম’। এরপর থেকে সেই স্লটেই দেখা যাবে ‘আয় তবে সহচরী।’
আরও পড়ুন, Tarun Majumdar health Update : তরুণ মজুমদারের শারীরিক অবস্থার ফের অবনতি, ভেন্টিলেশনে পরিচালক
সেন বাড়ি ও মজুমদার বাড়ি । ডাক্তার পরিবার । আর দুই পরিবারের মধ্যে চরম রেষারেষি । তাঁদের প্রায় তিন পুরুষের লড়াই । সেন বাড়ির নতুন প্রজন্ম পোখরাজ ডাক্তার পড়ুয়া । পোখরাজ যেমন পড়াশোনায় ভাল, তেমনই খেলাধূলা ও গান-বাজনাতেও দারুণ । সেন বাড়ির একটাই ইচ্ছে, পোখরাজ যেন মজুমদারদের মেয়েকে হারিয়ে দেয় । অন্যদিকে, মজুমদার বাড়ির মেয়ে রাধিকাও ডাক্তারি পড়ছে । রাধিকাও চায়, যে কোনওভাবে পোখরাজকে হারাতে । কিন্তু, পরীক্ষার রেজাল্টে প্রথম হয়ে যায় পোখরাজ আর দ্বিতীয় রাধিকা । পরেরবারের পরীক্ষাতেই পোখরাজকে হারানোর চ্যালেঞ্জ নেয় রাধিকা । যদিও, রাধিকার পরিবারের কাছে রেজাল্ট নয়, ভাল ডাক্তার হওয়াই গুরুত্বপূর্ণ । কিন্তু, এত শত্রুতা, রেষারেষির মধ্যেও একসময় পোখরাজ-রাধিকার মধ্যে গড়ে উঠবে ভালবাসার গল্প । প্রোমোর শেষ দৃশ্যই সেই কথা বলে যায় । ধারাবাহিকের প্রোমো দেখে উৎসাহী দর্শকরাও ।