Tele Serial Actress : জগদ্ধাত্রী, পর্ণা থেকে শিমূল...বাস্তবে কোন টেলি নায়িকার কতদূর পড়াশোনা জানেন ?

Updated : Jun 27, 2024 06:08
|
Editorji News Desk

বিনোদন জগতে এখন হাজারও বিকল্প । ছোট পর্দা, বড় পর্দার পাশাপাশি এখন জুড়েছে আরও একটি নাম । ওটিটি । বিশেষ করে কোভিডের সময় থেকে বিনোদন জগতের এই প্ল্যাটফর্ম জনপ্রিয় হয় । কিন্তু, সমীক্ষা করে যদি দেখা যায়, তাহলে ছোট পর্দার গ্রহণযোগ্যতা একটু হলেও বেশি । বাঙালির একেবারে ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে যাচ্ছেন ছোটপর্দার কলাকুশলীরা । এই যেমন জগদ্ধাত্রী, পর্ণা কিংবা দীপা বা মিঠাই...এরা যেন পরিবারই হয়ে উঠেছে বাঙালির দর্শকদের কাছে । প্রতিদিন যাঁদের টিভিতে দেখছেন, একটা সময়, সেই চরিত্রগুলো অজান্তেই যেন আপন হয়ে ওঠে দর্শকদের কাছে । আর বেশিরভাগ অভিনেতা-অভিনেত্রীদের কেরিয়ারের জার্নিটা শুরুই হয় ছোটপর্দা থেকে । 

টিভির পর্দায় যাঁরা প্রতিদিন নিত্যনতুন গল্প উপহার দিচ্ছেন, এন্টারটেইন করছেন, সেইসব অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের কৌতুহলের শেষ নেই । কিন্তু, নিয়মিত পর্দায় যাঁদের দেখছেন,যাঁদের অভিনয় দক্ষতা মুগ্ধ করেছে, তাঁদের শিক্ষাগত যোগ্যতা কী জানেন ? জগদ্ধাত্রী, পর্ণা থেকে রাই কিংবা শিমূল, প্রিয় অভিনেত্রীর পড়াশোনা কতদূর ? দেখে নিন একনজরে...

অঙ্কিতা মল্লিক

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী । এই ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় ডেবিউ করেন অঙ্কিতা মল্লিক । আর প্রথম সিরিয়ালই হিট । একদিকে জ্যাস সান্যাল, আরেকদিকে জগদ্ধাত্রী, দুই রূপেই দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি । আশুতোষ কলেজ থেকে স্নাতক পাশ করেছেন অঙ্কিতা । পড়াশোনার পাশাপাশি মডেলিং, তারপর তাঁর অভিনয়ে আসা । 

পল্লবী শর্মা

জি বাংলা আরও এক হিট ধারাবাহিক নিম ফুলের মধু । টিআরপি তালিকায় এক থেকে দুইয়ের মধ্যেই থাকছে এই সিরিয়াল । মুখ্য ভূমিকায় পল্লবী শর্মা । ছোট থেকে পড়াশোনায় ভাল ছিলেন পর্দার পর্ণা । স্নাতক পাশ করেছেন তিনি । তবে জানেন কি, কলেজে পড়তে পড়তেই 'কে আপন কে পর' ধারাবাহিকে সুযোগ পান তিনি ।

সৌমিতৃষা

আসল নাম সৌমিতৃষা হলেও, তিনি পরিচিত মিঠাই নামেই । জি বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম । গত বছরই শেষ হয়েছে ধারাবাহিকটি । তবে, এখনও মিঠাই-কে ভুলতে পারেনি দর্শক । ধারাবাহিক শেষ করেই সিনেমা জগতেও নাম লিখিয়েছেন সৌমিতৃষা । দেবের বিপরীতে অভিনয় করেছেন । ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন পাস করেছেন অভিনেত্রী ।

মানালি দে

অনেক ছোট বয়স থেকে অভিনয় করছেন অভিনেত্রী মানালি দে । তাঁর বউ কথা কও সিরিয়াল এখনও ভুলতে পারেনি দর্শক । সম্প্রতি, শেষ হয়েছে মানালি অভিনীত কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি । সেখানেও শিমূল হিসেবে মন জয় করে নিয়েছিলেন মানালি । অভিনেত্রী উচ্চমাধ্যমিক পাস ।

শ্বেতা ভট্টাচার্য

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ শ্বেতা । একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন । সিনেমাতেও হাতেখড়ি হয়েছে তাঁর । দেবের বিপরীতে অভিনয় করেছেন । কলেজে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন পর্দার 'শ্যামলী'

সমু সরকার

সমু সরকার । স্টার জলসার গোধূলি আলাপ দিয়ে অভিনয়ে হাতেখড়ি । সম্প্রতি, জি বাংলায় আলোর কোলে ধারাবাহিকে অভিনয় করেন । সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন সমু । 

আরাত্রিকা মাইতি

খেলনা বাড়ি দিয়ে শুরু । তখন স্কুলে পড়তেন আরাত্রিকা মাইতি । বর্তমানে অভিনয় করছেন মিঠিঝোরা ধারাবাহিকে । ধারাবাহিকে তিনি বাড়ির বড় মেয়ে, চাকরি করছেন, সেই আরাত্রিকাই বাস্তব জীবনে কলেজ যাত্রী । যোগমায়া দেবী কলেজের সাইকোলজি অনার্স নিয়ে পড়াশোনা করছেন । 

Ankita Mallick

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2 The Rule : আল্লু অর্জুনের বাড়িতে হামলা! পাথর ছুঁড়ল উন্মত্ত জনতা, ঘরছাড়া অভিনেতার ছেলে-মেয়ে

editorji | বিনোদন

Dev Khaadan : 'ব্যোমকেশ নাকি চ্যালেঞ্জ' কোন দেবের প্রেমে দর্শক ? ঘুরে দেখল এডিটরজি বাংলা

editorji | বিনোদন

Dev Khaddan : ছক ভেঙে মধ্যরাতে মুক্তি, পুষ্পাকে দেবের রির্টান গিফট খাদান

editorji | বিনোদন

Khadaan vs Pushpa 2: আল্লুর দাপটে কোণঠাসা দেব? 'পুষ্পা' বনাম 'খাদান', কার পাল্লা ভারী? খোঁজ নিল এডিটরজি

editorji | বিনোদন

Khadaan VS Sontan : দেবের খাদান নাকি মিঠুনের সন্তান, কার পাল্লা ভারী ?