'জানা, অজানা পথে চলেছি', 'ত্রয়ী' (Troyee) সিনেমার গানটা আজও এভারগ্রিন । সেইসঙ্গে, মনে রয়ে গিয়েছে,জনপ্রিয় গানের দৃশ্যে দেবশ্রী (Debashree Roy) ও মিঠুনের সেই নাচ । আজও তার প্রাসঙ্গিকতা এতটুকু কমেনি । ৩১ বছর পর আবারও সেকথা মনে করালেন দেবশ্রী-মিঠুন (Debashree-Mithun) । হাতে-হাত ধরে 'জানা-অজানা' গানে নাচ করে নস্ট্যালজিক করে দিলেন দর্শকদের ।
জি বাংলার 'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে ফের দেবশ্রী-মিঠুনের নাচের সাক্ষ্মী থাকতে চলেছেন দর্শকদের । সম্প্রতি, চ্যানেলের তরফে একটি ভিডিও সামনে এসেছে, সেখানেই দেবশ্রী-মিঠুনকে 'ত্রয়ী'-র জনপ্রিয় গানে নাচতে দেখা গেল । 'মিঠুনদা'-র সঙ্গে আবারও নাচার সুযোগ পেয়ে আপ্লুত দেবশ্রী । এছাড়া, সামি সামি গানেও নাচতে দেখা যাবে ডান্সিং কুইনকে ।
আরও পড়ুন, Nusrat-Mimi : হট চকোলেটে মজেছেন 'বনুয়া' মিমি, নুসরতের মন পড়েছে কীসে জানেন ?
১১ ফেব্রুয়ারি থেকে জি বাংলায় শুরু হয়েছে 'ডান্স বাংলা ডান্স' । এবার শোয়ের বড় চমক মিঠুন চক্রবর্তী । মহাগুরু ফিরেছেন । শো-এ বাড়তি পাওনা মৌনি রায় । এছাড়া বিচারকের আসনে রয়েছেন শুভশ্রী ও শ্রাবন্তী । সঞ্চালনার দায়িত্বে অঙ্কুশ হাজরা ।