নাচলেও দোষ, গাইলেও দোষ । পাড়ার কারও সঙ্গে মেশাও যাবে না । শ্বশুরবাড়িতে পা দেওয়ার পর থেকেই শাশুড়ি, স্বামী, দেওরের কাছে এমনটাই শুনে আসছে শিমূল । কিন্তু, তার মধ্যে নিজের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছে সে । এবার তো পাড়ার ফাংশনে শাশুড়ির সামনেই নাচতে দেখা যাবে শিমূলকে । 'কার কাছে কই মনের কথা' ধারাবাহিকের (Kar Kache Koi Moner Kotha ) নতুন প্রোমো (Tele Srial Promo) সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে ।
প্রোমোতে দেখা যাচ্ছে, ঘোমটার আড়ালে মঞ্চে নাচছে শিমূল । একেবারে দর্শকাসনের সামনে বসে তা উপভোগ করছেন তাঁর শাশুড়ি, স্বামী । নাচের বেশ প্রশংসা করছে তাঁরা । আসলে তিনি জানেনই না ঘোমটার আড়ালে রয়েছে শিমূল । তবে জানতে পারবেন, তখন কী হবে ? প্রোমোর শেষে দেখা গেল সেই ছবি ।
আরও পড়ুন, Shahrukh Khan: ছেলে আব্রাহামের ইচ্ছেতেই মন্নতে উড়ল তেরঙ্গা, পরিবারের সঙ্গে স্বাধীনতা উদযাপন শাহরুখের
দেখা যাচ্ছে, শিমূলকে সংবর্ধনা দিতে মঞ্চে ডাকা হয়েছে তাঁর শাশুড়িকে । হাসিমুখে সংবর্ধনা জানানোর মুহূর্তেই ঘোমটা তুলে দেয় শিমূল । তখনই তাকে চড় মারতে যায় তার শাশুড়ি । শেষ পর্যন্ত কী হবে ? শিমূলকে কি ক্ষমা করতে পারবে তার শ্বশুবাড়ির লোকজন, তার নাচ, গান করা কি মেনে নিতে পারবে তাঁরা ? আগামী পর্বগুলিতেই তা জানা যাবে ।
এদিকে, শাশুড়ির বউমাকে মারতে যাওয়া দেখে উঠেছে নিন্দের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় । দর্শকদের দাবি, টিআরপি পেতে গার্হস্থ্য হিংসেকে ফোকাস করছে ধারাবাহিক । সমাজের উপর খারাপ প্রভাব ফেলছে । এবার এই ইস্যুতে শুরু হয়েছে ট্রোলিং ।
উল্লেথ্য, গত সপ্তাহেই টিআরপি তালিকায় এন্ট্রি নিয়ে কার কাছে কই মনের কথা । ধারাবাহিকে শিমূলের চরিত্রে অভিনয় করছেন মানালি দে । এছাড়াও রয়েছেন স্নেহা, বাসবগত্তারা ।