দত্ত বাড়ি ছেড়ে এবার আদালতে পর্ণা-সৃজন । দু'জনের মন কষাকষি এখনও মেটেনি (Tele Serial Neem Phuler Madhu) । দূরত্ব আরও বেড়েছে । পর্ণাকে ডিভোর্স দিতে বদ্ধ পরিকর সৃজন । তাই এবার আদালতে পৌঁছে গিয়েছে তারা । কিন্তু পর্ণার কাণ্ডে আদালতেই মাথা ঘুরে পড়ে গেল সৃজনের মা তথা দত্ত বাড়ির মেজ বউ । সম্প্রতি, ধারাবাহিকের নয়া প্রোমো প্রকাশ্যে এসেছে । দু'জনের মধ্যে ডিভোর্সের মামলা এবার আদালত পর্যন্ত পৌঁছে গিয়েছে ।
প্রোমোতে দেখা গেল, আদালতে দাঁড়িয়ে, সৃজন ও পর্ণা । সৃজন পরিষ্কার জানিয়ে দেয়, পর্ণাকে সে ডিভোর্স দেবে । এদিকে, পর্ণা ডিভোর্সের পরিবর্তে চেয়ে বসে খোরপোশ । সে খোরপোশের তালিকা এতটাই লম্বা যে, তা শুনে আদালতেই মাথা ঘুরে পড়ে যায় সৃজনের মা, ওদিকে, সৃজনের হালও বেহাল ।
আরও পড়ুন, Susmita Dey : লাল টুকটুকে বেনারসি, মাথায় টোপর, বিয়ে সারলেন 'পঞ্চমী' ?
আসলে, ইচ্ছে করেই পর্ণা বেশি খোরপোশ দাবি করেছে, যাতে ডিভোর্সটা কোনওভাবে আটকানো যায় । পর্ণা তাতে আদৌ সফল হতে পারে কি না সেটাই দেখার জন্য উৎসুক অনুরাগীরা ।