বিচ্ছেদের জল্পনায় জল ঢাললেন নীল-তৃণা। সকলে যখন ধরেই নিয়েছিলেন এই জুটির সম্পর্কের আর ভবিষ্যৎ নেই, ঠিক তখনই প্রি জামাইষষ্ঠী আর বৌমাষষ্ঠী পালন করলেন কর্তা-গিন্নি। দক্ষিণ কলকাতার পূর্বাচলের কাছে Steam In Mugs রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে ‘স্টিম ইন মাগ স্পেশ্যাল বিগেস্ট পিৎজা'য় কামড় বসালেন তৃ-নীল।
আগের বছর জামাইষষ্ঠীতেও নতুন জামাইকে পাত পেরে বসে খাইয়েছিলেন তৃণার মা। এবার সবটাই অ্যাডভান্স। শাশুড়ির ধার ধারলেন না কেউই৷ দুজনে মিলেই সারলেন আগাম উদযাপন। এছাড়াও মেন্যুতে ছিল, এছাড়াও ছিল ফিস ফিঙ্গার, ফিস অ্যান্ড চিপস, বেকন ব়্যাপ পর্নস, স্টিম ইন মাগস স্পেশাল বিগেস্ট পিৎজা, গ্রিল চিকেন পেরি পেরি, ক্ল্যাসিক গ্রিলজ ফিস।