ছোটপর্দায় ফিরছেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। একটি রিয়েলিটি শো এর সঞ্চালক হিসেবে পর্দায় দেখা যাবে তাঁকে। বাংলায় আসছে ‘শার্ক ট্যাঙ্ক’ এর আদলে একটি শো , সেখানেই সঞ্চালনা করবেন পরম। তবে কোন চ্যানেলে এই শো দেখা যাবে তা নিয়ে এখনও কিছুই জানা যায়নি। উঠতি ব্যবসায়ীদের স্ট্রাগল, স্বপ্ন , ইচ্ছে সব নিয়েই কথা হবে।
Jiah Khan Death Case: জিয়া খানের আত্মহত্যার এক দশক পার, কী রায় দেবে আদালত?
তবে এক্ষেত্রে কেবল মহিলা ব্যবসায়ীরাই সুযোগ পাবেন রিয়েলিটি শো-এ অংশ নেওয়ার, শহরের গণ্যমান্য উদ্যোগপতিরা থাকবেন বিচারকের আসনে। শোয়ের বিজয়ী প্রতিযোগীর হাতে তুলে ব্যবসার জন্য প্রয়োজনীয় অর্থ। আসলে মহিলা ক্ষমতায়ণের লক্ষ্যেই এই শো, এমটাই জানা গিয়েছে। তবে শো এর আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও হয়নি।