টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ রাজা গোস্বামী এবং মধুবনী গোস্বামী। ‘ভালবাসা ডট কম’ থেকে যাত্রা শুরু হওয়ার পর বাস্তবেও তারা গাঁটছড়া বেঁধেছিলেন। ছেলে হয়েছে সদ্য , তবু বিন্দুমাত্র ভাটা পড়েনি তাঁদের প্রেমে। ২৬ অগাস্ট ছিল মধুবনীর জন্মদিন। বিশেষ দিনে স্ত্রীকে বোলেরো গাড়ি উপহার দিয়েছেন রাজা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মধুবনী।
Madhurima Basak: পেশা বদলে নাপিত মধুরিমা, আসছে নতুন ওয়েব সিরিজ
উল্লেখ্য, ছেলের জন্মের পর থেকে তাড়িয়ে তাড়িয়ে মাতৃত্ব অনুভব করছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami) । এবার ৪ বছর পর ছোট পর্দায় কামব্যাক করছেন তোড়া।
সদ্য সান বাংলার পর্দায় শুরু হয়েছে শ্যামা ধারাবাহিকটি। মুখ্য চরিত্রে অভিনয় করছেন টুম্পা ঘোষ। সেই ধারাবাহিকের শ্যামা মায়ের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী মধুবনী গোস্বামীকে।