ধারাবাহিকে অনুজের মৃত্যুর পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল এবার কি শেষ হয়ে যাবে ‘গুড্ডি’? নাকি অভিনেতা রণজয় বিষ্ণু ছাড়ছেন ধারাবাহিক? অথচ একের পর এক চমকপ্রদ প্রোমো সামনে আসছে। অবশেষে জানা গেল আসল সত্যি। জানা যাচ্ছে, রণজয় ধারাবাহিক ছাড়ছেন না এবং সিরিয়াল ও বন্ধ হচ্ছে না। কেবল বদলে যাচ্ছে তাদের লুক, সাজ পোশাক।
Indranil-Barkha Divorce: ঈশার জন্যই কি আলাদা হওয়া? ইন্দ্রনীলকে বিবাহবিচ্ছেদের চিঠি পাঠালেন বরখা
ধারাবাহিকে এসিপি অনুজ ছিলেন রাশভারী, গম্ভীর একজন পুলিশ অফিসার। রণজয়কে দেখা যেত মোটা গোঁফে। তবে আর অনুজ হয়ে নয় এবার রণজয় সিরিয়ালে ফিরছেন ঋতুরাজ ওরফে পুবলুর ভূমিকায়। চরিত্রের প্রয়োজনে গোঁফ কেটে ফেলেছেন রণজয়। মেদ ও খানিক ঝরিয়ে ফেলেছেন অভিনেতা। লুক বদলিয়েছে গুড্ডিরও। এক দিকে যেমন ঋতুরাজ হয়ে আসছেন নায়ক, উল্টোদিকে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন শ্যামৌপ্তি মুদলিকে। গুড্ডি বাদেও তাঁকে এবার ধারাবাহিকে দেখা যাবে রেশমি চরিত্রে।