২০২১-এ শেষ হয়েছে বেশ কিছু ধারাবাহিক (Tele Serial) । তার বদলে জায়গা করে নিচ্ছে একাধিক নতুন ধারাবাহিক । স্টার জলসায় (Star Jalsha) সেই তালিকায় রয়েছে খুকুমণি, গাঁটছড়া, আলতা ফড়িং, অনুরাগের ছোঁয়া । এবার এই তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি নতুন ধারাবাহিক 'গুড্ডি' (Guddi) । ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো চ্যানেলের তরফে শেয়ার করা হয়েছে ।
লীনা গঙ্গোপাধ্যায়ের এই নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu) । আইপিএস অফিসারের চরিত্রে দেখা যাবে তাঁকে । এই ধারাবাহিকের মধ্যে দিয়ে বেশ কয়েক বছর পর ফের ছোটপর্দায় কামব্যাক করছেন রণজয় । গুড্ডির ভূমিকায় বাংলা টেলিভিশনের পরিচিত মুখ শ্যামৌপ্তি (Shyamoupti) । এছাড়া, গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মধুরিমা বসাক (Madhurima Basak) । ধারবাহিকে প্রোমো দেখে আন্দাজ করা যাচ্ছে, ফের ত্রিকোণ প্রেমের গল্প দেখানো হবে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকে ।
প্রোমোতে দেখা যাচ্ছে, আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখে প্রাণবন্ত, সাহসী মেয়ে গুড্ডি । এরই মধ্যে তাঁর সঙ্গে পুলিশ অফিসার অনুজ চট্টোপাধ্যায়ের আলাপ হয় । তাঁকে নিজের আদর্শ মেনে বসে গুড্ডি । এদিকে, গুড্ডির স্কুল শিক্ষিকা শিরিনের প্রেমে পড়ে পুলিশ অফিসার অনুজ । গুড্ডিও চায়, তার শিরিন দিদির সঙ্গেই বিয়ে হোক অনুজের । কিন্তু, নিয়তির খেলা যে অন্য কিছুই বলছে... । ধারাবাহিকের সম্প্রচারের তারিখ এবং সময় এখনও জানানো হয়নি ।