ডান্স বাংলা ডান্স এখন প্রায় শেষ পর্যায়ে । ইতিমধ্যেই শেষ এপিসোডের শুটিং সেরে ফেলেছেন শুভশ্রীরা । তারই ঝলক দেখা গেল অভিনেত্রীর ইনস্টাগ্রামে । শেষ এপিসোডে কেমন সেজেছিলেন, কী কী করেছেন সেটে, সেগুলিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ।
শেষ এপিসোডে একেবারে ট্র্যাডিশনাল লুকে ধরা দিয়েছেন তিন নায়িকা । প্রত্যেকের পোশাকেই লালের ছোঁয়া । তবে, সবথেকে বেশি যেন নজর কেড়েছেন শুভশ্রী । মেরুন রঙের শাড়ি, গলায়, কানে, ভারী গয়না , সিঁথি ভর্তি সিঁদুর ! বিয়ের এত বছর পরেও যেন শুভশ্রীকে মনে হচ্ছিল নববধূ । অন্যদিকে, দুধে-আলতা রঙের শাড়িতে সেজেছিলেন বং বিউটি পূজা । আর শ্রাবন্তী পরলেন লাল টুকটুকে কাজ করা ব্লাউজের সঙ্গে অফ হোয়াইট শাড়ি, যেন একেবারে দুর্গা ঠাকুর ।
শুধু সাজলে হবে, খাওয়া-দাওয়াতো করতে হবে । তাই শেষ এপিসোডে তিন নায়িকার আড্ডা জমে গেল ঝালমুড়িতে । সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পূজা । তবে, শেষ এপিসোডে দেখা মিলল না মৌনীর । তাঁকে যে সবাই খুব মিস করছে, জানিয়েছেন শুভশ্রী । যদিও নায়িকা স্পষ্ট করে দিয়েছেন, ফিনালে এখনও বাকি আছে ।
এদিকে, ডান্স বাংলা ডান্স শেষ হলেই শুরু হয়ে যাবে 'দাদাগিরি' । ইতিমধ্যে নতুন সিজন আসছে জানিয়ে দাদাগিরি-র একঝলক শেয়ার করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । তবে, কবে থেকে সম্প্রচার শুরু হবে, তা জানা যায়নি ।